ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

তাপপ্রবাহ মোকাবিলায় সতর্কতা অবলম্বনের আহ্বান জাতিসংঘের
অনলাইন ডেস্ক

জাতিসংঘের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, তাপপ্রবাহ বর্তমানে বন্যা বা ঝড়ের চেয়েও বিপজ্জনক হয়ে উঠছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তাপপ্রবাহ এখন কার্যত মহামারির রূপ ধারণ করেছে এবং এর ফলে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটছে। তিনি জানান, সোমবার ছিল পৃথিবীর উষ্ণতম দিন, যা সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। 

আন্তোনিও গুতেরেস বলেন, তাপপ্রবাহ দেখা যায় না, তবে এর প্রভাব অত্যন্ত মারাত্মক। ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে প্রতি বছর তাপপ্রবাহের কারণে প্রায় ৪৮৯,০০০ মানুষের মৃত্যু হয়েছে। তাপপ্রবাহের কারণে খাদ্য-সুরক্ষা বিঘ্নিত হচ্ছে এবং বিভিন্ন স্থানে খরা দেখা দিচ্ছে। জাতিসংঘের প্রধান বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা অবলম্বন করতে হবে এবং শহরের পরিকাঠামোতে পরিবর্তন আনতে হবে।

জাতিসংঘ বলেছে, তাপপ্রবাহের সতর্কতা ব্যবস্থা উন্নত করতে হবে এবং কৃত্রিমভাবে ঠান্ডার ব্যবস্থা করতে হবে। ২০৫০ সালের মধ্যে কার্বনশূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে। গুতেরেস বলেন, তাপপ্রবাহের সতর্কতা ব্যবস্থা উন্নত করলে প্রতি বছর অন্তত ৯৮,০০০ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে। সূত্র : এপি

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর