ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইসরায়েলি হেফাজতে ১৮ ফিলিস্তিনির মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

ইসরায়েলি হেফাজতে ১৮ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে- ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হেফাজতে অন্তত ১৮ ফিলিস্তিনি মারা গেছে।

এদিকে, ইসরায়েলি হেফাজতে হামাসের এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ফিলিস্তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অধিকৃত পশ্চিমতীরে ওই নেতার মৃত্যু হয়। নিহত নেতার নাম মুস্তফা মোহাম্মাদ আবু আরা (৬৩)।

খবরে আরও বলা হয়েছে, বন্দীবিষয়ক ফিলিস্তিনি কমিশন এক বিবৃতিতে জানিয়েছে- গ্রেফতারের আগ থেকেই অসুস্থ ছিলেন আবু আরা। তার নিবিড় চিকিৎসার প্রয়োজন ছিল। কিন্তু ইসরায়েলি কারাগারে বন্দী হলে সেখানে অবস্থার অবনতি ঘটে। নজিরবিহীন জুলুমের শিকার হয়ে অবশেষে মৃত্যুর কোটে ঢলে পড়লেন তিনি।

গত বছরের অক্টোবরে গ্রেফতার হন আবু আরা। তাকে অমানুষিক নির্যাতন করা হয়। কিন্তু কোনও ধরনের চিকিৎসা দেওয়া হয়নি।

এ ঘটনায় এখনও ইসরায়েলের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর