ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইসরায়েলি হেলিকপ্টারে রকেট ছুড়ল হামাস
অনলাইন ডেস্ক

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা গাজা শহরে ইসরায়েলি ট্যাঙ্ক এবং সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

প্রতিরোধ গোষ্ঠীটি বলেছে, তাদের যোদ্ধারা তাল আল-হাওয়া এলাকায় ইসরায়েলি সেনা বেষ্টিত দু’টি মেরকাভা-৪ ট্যাঙ্কে হামলা চালায়।

এছাড়াও কাসাম ব্রিগেডের সেনারা শহরের দক্ষিণ অংশে একটি ইসরায়েলি হেলিকপ্টার লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে।

ইসরায়েলি বাহিনী নিশ্চিত করেছে, গাজায় সম্প্রতি তাদের ১৩ সেনা আহত হয়েছে। এছাড়াও গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে দক্ষিণ অংশে অবস্থিত অ্যাশকেলন শহরের দিকে তিনটি রকেটও ছোঁড়া হয়েছিল।

ইসরায়েলি সেনাবাহিনী গত বৃহস্পতিবার জানিয়েছিল, দক্ষিণ গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে সংঘর্ষে তাদের আরও একজন সেনা নিহত এবং দুইজন আহত হয়েছে।

এক বিবৃতিতে নিহত সেনাকে স্টাফ সার্জেন্ট হিসেবে শনাক্ত করেছে ইসরায়েলি বাহিনী। ৪০১তম আর্মার্ড কর্পস ব্রিগেডের ৯ম ব্যাটালিয়নের হয়ে যুদ্ধ করছিলেন নোয়াম ডুক নামের সেই সেনা কর্মকর্তা।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর