ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

খ্রিস্টানদের উদ্দেশে ট্রাম্প
‘এবারই শুধু ভোটটা দিন, ৪ বছর পর আর ভোট দিতে হবে না’
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাড়ছে উত্তাপ। একদম খোলাখুলি মেরুকরণের পথে হাঁটলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি খ্রিস্টানদের প্রতি বিশেষ আর্জি জানালেন, সেইসঙ্গে আক্রমণ শানালেন কমলা হ্যারিসকে।

আগামী নভেম্বরের নির্বাচনের আগে ফ্লোরিডার সভা থেকে খ্রিস্টানদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘এবারই শুধু ভোটটা দিন। তাহলে তিনি সবকিছু এমনভাবে ঠিক করে দেবেন যে তাদের আর চার বছর পরে গিয়ে কোনওদিন ভোট দিতে হবে না।’

তিনি বলেন, ‘আমার প্রিয় খ্রিস্টানরা, এবারই শুধু আপনাদের বাইরে বেরিয়ে ভোট দিতে হবে। এরপর আপনাদের আর ভোট দিতে হবে না। আমি আপনাদের ভালোবাসি খ্রিস্টানরা।’

এসময় কমলাকে আক্রমণ করে ট্রাম্প বলেছেন, ‘এই নভেম্বরে কমলা হ্যারিসের উদারপন্থী চরমপন্থাকে নাকচ করে দেবেন আমেরিকার মানুষ। ভোটে ধরাশায়ী হয়ে যাবেন কমলা হ্যারিসরা।’

যদিও ট্রাম্পের এই মন্তব্য নিয়ে কমলা হ্যারিস আপাতত কোনও মন্তব্য করেননি। এমনকি সরাসরি কোনও মন্তব্য করেননি মার্কিন ভাইস-প্রেসিডেন্টের প্রচারের সঙ্গে যুক্ত কোনো কর্মকর্তাও। তবে সার্বিকভাবে ট্রাম্প যে ভাষণ দিয়েছেন, সেটাকে উদ্ভট এবং পশ্চাদমুখী বলে উল্লেখ করেছেন কমলার প্রচারের মুখপাত্র জেসন সিঙ্গার।

সূত্র : দ্য গার্ডিয়ান ও হিন্দুস্তান টাইমস।

বিডি-প্রতিদিন/শআ



এই পাতার আরো খবর