ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফের কিউবায় রুশ যুদ্ধজাহাজ
অনলাইন ডেস্ক

আবারও কিউবা উপকূলে হাজির রাশিয়ার যুদ্ধজাহাজ। কিউবার পক্ষ থেকে রুশ যুদ্ধজাহাজকে তাদের উপকূলে আসার বিষয়টিকে নিয়মিত চলাচলের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

কিউবা প্রশাসন ফাঁকা গুলি চালিয়ে রুশ যুদ্ধজাহাজকে স্বাগত জানানোর ইঙ্গিত দিয়েছে। হাভানার উৎসাহী জেলেরা এসব যুদ্ধজাহাজকে হাভানার জলসীমায় আসতে দেখেছেন।

রুশ বাল্টিক জাহাজবহরের অংশ হিসেবে কিউবাতে আসা জাহাজের মধ্যে রয়েছে টহল জাহাজ নিউসত্রাহিমি, প্রশিক্ষণ জাহাজ সোলিনি ও অন্যান্য সহযোগী যুদ্ধজাহাজের বহর। আগামী মঙ্গলবার এগুলো আবার কিউবা ছাড়বে। কিউবার রেভল্যুশনারি আর্মড ফোর্সেসের এক বিবৃতিতে বলা হয়েছে, রুটিন বা নিয়মিত চলাচলের অংশ হিসেবে এগুলো কিউবায় এসেছে।

এ বিষয়ে অবশ্য মার্কিন পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগন কোনো তথ্য জানায়নি।

এর আগে গত জুন মাসে একটি রুশ পারমাণবিক সাবমেরিন, ফ্রিগেট ও অন্য রসদবাহী জাহাজ হাভানা বন্দরে নোঙর করেছিল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এর দূরত্ব ছিল মাত্র ১০০ মাইল।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর