ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ইরানি হামলার শঙ্কায় ইসরায়েলে বিমান চলাচল বাতিল ৭ এয়ারলাইন্সের
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ইরানি হামলার শঙ্কায় ইসরায়েলে বিমান চলাচল বাতিল করেছে সাত এয়ারলাইন্স। এগুলোর মধ্যে রয়েছে- ডেল্টা, ইউনাইটেড এয়ারলাইন্স, লুফথানসা, অস্ট্রিয়ান এয়ারলাইন্স, ব্রাসেলস এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া। 

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল-১২’ এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, এসব এয়ারলাইন্স ইসরায়েলে পরবর্তী সব ফ্লাইট বাতিল করে দিয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে জার্মানির লুফথানসার একটি বিমান ইসরায়েলের তেল আবিবে না গিয়ে সাইপ্রাসের লার্নাকাতে অবতরণ করে। বিমানটির ক্রুরা ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করতে অস্বীকৃতি জানানোয় এটি আর তেল আবিবে যায়নি।

চ্যানেল-১২ আরও জানিয়েছে, ফ্লাই দুবাই তাদের কিছু পূর্বনির্ধারিত ফ্লাইট বাতিল করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তেল আবিবের বেন গুরিণ বিমানবন্দরে এখন ৭০ হাজার মানুষ অবস্থান করছেন। তাদের মধ্যে বেশিরভাগই ইসরায়েল ছাড়ার চেষ্টা করছেন। কেউ কেউ এসেছেন নিজেদের টিকেট ক্যান্সেল করতে। তাদের আশঙ্কা এখন ইসরায়েল ছেড়ে গেলে আগামী কয়েকদিন তারা ফিরতে পারবেন না।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে বুধবার ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়ে হত্যা করে দখলদার ইসরায়েল। এরপর ইরান হুমকি দেয় তারা হামলার প্রতিশোধ নেবে। 

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বুধবার এক প্রতিবেদনে জানায়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলে হামলার পরিকল্পনা ঠিক করতে ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইয়েমেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানি কর্মকর্তারা। এ বৈঠকে আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও বিপ্লবী গার্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর