ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

রাশিয়ার কুরস্ক অঞ্চলের ৭৪টি বসতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইউক্রেনের
অনলাইন ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার জানিয়েছেন, রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলে ইউক্রেন এখন ৭৪টি বসতির নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে সোমবার কুরস্ক অঞ্চলের গভর্নর বলেছিলেন যে ইউক্রেন ২৮টি বসতির নিয়ন্ত্রণে রয়েছে।

জেলেনস্কি তার ভাষণে বলেন, কুরস্ক অঞ্চলে আমাদের বাহিনীর অগ্রগতি অব্যাহত রয়েছে। যদিও পরিস্থিতি কঠিন এবং লড়াই তীব্র। তিনি একটি ভিডিও কলের ফুটেজ পোস্ট করেন যেখানে তিনি সামরিক প্রধান ওলেক্সান্ডার সিরস্কির সাথে কথা বলছেন।

সিরস্কি তাকে জানান, আজকের হিসাবে, আমাদের বাহিনী কিছু এলাকায় ১ থেকে ৩ কিলোমিটার অগ্রসর হয়েছে।

সিরস্কি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ইউক্রেন ৪০ বর্গকিলোমিটারের বেশি এলাকা দখল করেছে এবং সোমবার তিনি জানান, ইউক্রেনের সৈন্যরা প্রায় ১,০০০ বর্গকিলোমিটার রুশ অঞ্চলের নিয়ন্ত্রণে নিয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর