ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

তাইওয়ানে একাধিক ভূমিকম্পের আঘাত
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

তাইওয়ানের পূর্বাঞ্চলীয় শহর হুয়াইলিনে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ৬.৩ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পের আঘাতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একদিনের ব্যবধানে দ্বীপটিতে দ্বিতীয়বার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হলো। খবর রয়টার্সের।

ভূমিকম্পের আঘাতে রাজধানী তাইপেতে ভবনগুলো দুলে ওঠে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের ফলে পাতাল রেলেও গতি কমে যায়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ৯.৭ কিলোমিটার গভীরে। এর আগে গতকাল বৃহস্পতিবার দেশটির উত্তরপশ্চিমে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।  আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন ৫.৫ মাত্রার আফটার শক হতে পারে। এছাড়া আজ সকালে বড় কম্পনের পর থেকে হুয়াইলিনের কাছে প্রায় এক ডজন ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্প এবং বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অফিস। উল্লেখ্য, তাইওয়ান ভৌগলিকভাবে দুটি টেকটনিক প্লেটের কাছে হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া চলতি বছরের এপ্রিল দেশটির হুয়াইলিনে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যা গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল। এতে ৯ জন নিহত এভং ৯০০ জন আহত হয়।

বিডি-প্রতিদিন/শআ



এই পাতার আরো খবর