ঢাকা, শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের গ্রামে আগুন দিল ইসরায়েলিরা
অনলাইন ডেস্ক

উগ্রপন্থী ইহুদি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের জিট নামক একটি গ্রামে হামলা চালিয়ে বেশ কয়েকটি বাড়ি, দোকান এবং গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এই ঘটনায় এক ফিলিস্তিনি বাসিন্দা নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নাবলুস শহরের এই গ্রামে হামলার ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ধ্যার দিকে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি দল গ্রামে প্রবেশ করে ইট-পাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে তারা বিভিন্ন বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তবে এই হামলার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর পাশাপাশি বসতি স্থাপনকারীদের হামলাও বেড়ে গেছে। এর মধ্যে ২৯টি বিমান হামলায় ৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রায় ১১ মাস ধরে চলা এই যুদ্ধে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ৬০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ১৪৪ জন শিশু। পশ্চিম তীরে ইসরায়েলি স্থল অভিযান ও গণগ্রেপ্তারও ব্যাপকভাবে বেড়েছে। বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর