ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

দীর্ঘমেয়াদী পশ্চিমা নিষেধাজ্ঞার চ্যালেঞ্জ মেনে নিতে প্রস্তুত রাশিয়া
অনলাইন ডেস্ক

রাশিয়ার অর্থনৈতিক সহযোগিতা বিভাগের প্রধান দিমিত্রি বিরিচেভস্কি জানিয়েছেন, পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো আগামী কয়েক দশক ধরে রাশিয়ার ওপর বহাল থাকবে। এমনকি ইউক্রেনের সাথে শান্তি চুক্তি হলেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা কম।

তিনি বলেন, নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার বিরুদ্ধে এক ধরনের অন্যায্য প্রতিযোগিতা এবং এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ইউক্রেন সংঘাতের কারণেই নয়, বরং অনেক আগেই শুরু হয়েছিল।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করার পর পশ্চিমা নিষেধাজ্ঞার সবচেয়ে বেশি শিকার হয়েছে। ইরান এবং উত্তর কোরিয়াকেও ছাড়িয়ে গেছে। তবে এই চাপ সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি এই বছরের প্রথমার্ধে ৪.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মস্কোতে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। বিরিচেভস্কি বলেন, রাশিয়া দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞাকে মেনে নিয়ে কাজ করার উপায় খুঁজে বের করবে। প্রেসিডেন্ট পুতিনও বলেছেন, শান্তির জন্য রাশিয়ার শর্তগুলোর মধ্যে একটি হবে সকল নিষেধাজ্ঞার প্রত্যাহার। বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর