ঢাকা, সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

বেলারুশ সীমান্তে ইউক্রেনের সেনা মোতায়েন, নতুন যুদ্ধের শঙ্কা বৃদ্ধি
অনলাইন ডেস্ক

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনী আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং তারা রুশ ভূখণ্ডের অনেকটা ভেতরে প্রবেশ করেছে। এই আক্রমণের পরিপ্রেক্ষিতে, ইউক্রেন বেলারুশ সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন, ইউক্রেন ১ লাখ ২০ হাজারেরও বেশি সৈন্য মোতায়েন করেছে, যার পাল্টা প্রতিক্রিয়ায় বেলারুশও তাদের সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে।

রাশিয়ার কট্টর মিত্র লুকাশেঙ্কো বলেছেন, ইউক্রেনের আক্রমণাত্মক নীতির প্রতিক্রিয়ায় বেলারুশের সেনাবাহিনীর এক-তৃতীয়াংশ মোতায়েন করা হয়েছে। লুকাশেঙ্কো কিয়েভের কর্মকর্তাদের হুমকি দিয়ে বলেছেন, ইউক্রেন যদি বেলারুশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে, তাহলে তারা আক্রমণ চালাবে।

এদিকে, ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলে সিম নদীর ওপর একটি সেতু ধ্বংসের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এটি ইউক্রেনীয় বাহিনীর রুশ ভূখণ্ডে অন্যতম উল্লেখযোগ্য অভিযান। ইউক্রেনীয় সেনারা প্রায় দুই সপ্তাহ ধরে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাচ্ছে, এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের বাহিনী কুরস্কে অবস্থান আরও শক্তিশালী করছে। বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর