ঢাকা, সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

এবার ইউক্রেন সফরে যাচ্ছেন মোদি
অনলাইন ডেস্ক
নরেন্দ্র মোদি

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মিত্র দেশ রাশিয়া সফরকালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলিঙ্গন করায় কিয়েভ তাকে নিন্দা জানানোর কয়েক সপ্তাহ পর তার এমন সফরের কথা জানানো হলো।

সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় ‘পোল্যান্ড এবং ইউক্রেন সফরের’ তারিখ না জানালেও ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশটির প্রধানমন্ত্রীর ইউক্রেন সফর এ সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠিত হবে।

২০২২ সালে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। তারপর থেকে মস্কোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাতিল করেছে পশ্চিমের দেশগুলো। সেই দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কও এখন তলানিতে। কিন্তু ভারত এবং চীনের মতো বড় দেশ রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব অটুট রেখেছে। ব্যবসায়িক লেনদেন করছে।  

পশ্চিমের দেশগুলো রাশিয়াকে সরাসরি দোষারোপ করলেও ভারত তা থেকে নিজেকে বিরত রেখেছে। ইউক্রেনের উপর তাদের আক্রমণকে সামরিক অভিযান বলতে চায় মস্কো। নরেন্দ্র মোদির সরকার ইউক্রেন ও রাশিয়ার মধ্যে লড়াই নিয়ে সরাসরি কিছু না বললেও আলাপ-আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে সমস্যা সমাধানের পক্ষে সওয়াল করেছে।

সূত্র : রয়টার্স

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর