ঢাকা, সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

ফিলিপাইনেও নতুন করে মাঙ্কিপক্স শনাক্ত
অনলাইন ডেস্ক

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনেও এবার মাঙ্কিপক্স আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছেন। সংক্রমিত ৩৩ বছর বয়সী ওই পুরুষের দেশের বাইরে ভ্রমণ করার কোনো ইতিহাস নেই। ফিলিপাইনের দেশটির স্বাস্থ্য বিভাগ আজ সোমবার এসব তথ্য জানিয়েছে।

২০২৩ সালের ডিসেম্বরের পর প্রথমবার ফিলিপাইনে মাঙ্কিপক্সে সংক্রমিত কোনো রোগী শনাক্ত হলেন।

ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ বলছে, ‌সংক্রমিত ব্যক্তি ভাইরাসের কোন ধরনে আক্রান্ত হয়েছেন তা এখনো নিশ্চিত করা যায়নি।

এবার আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় প্রথম মাঙ্কিপক্স সংক্রমিত শনাক্ত হয়। পরে রোগটি প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়ে। ইউরোপ ও এশিয়া মহাদেশেও মাঙ্কিপক্সে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। 

গত বুধবার মাঙ্কিপক্সকে বৈশ্বিক জনস্বাস্থ্য জন্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এই ভাইরাসের নতুন একটি ধরন এবার বেশি ছড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রাত্যহিক ঘনিষ্ঠ সংস্পর্শে ভাইরাসের নতুন ধরনটি সহজে একজন থেকে আরেকজনের দেহে ছড়িয়ে পড়ছে। ভাইরাসের নতুন ধরনে সংক্রমিত এক রোগী গত বৃহস্পতিবার সুইডেনে শনাক্ত হয়। পাকিস্তানে সম্প্রতি তিনজন মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছেন। তিনজনই মধ্যপ্রাচ্য থেকে সম্প্রতি পাকিস্তানে ফিরেছেন। 

২০২২ সালের জুলাইয়ে ফিলিপাইনে প্রথম মাঙ্কিপক্সে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছিলেন। এর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট ১০ জন রোগী শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করেছে ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ।

যতদূর জানা যায়, মাঙ্কিপক্স ছড়ায় ত্বক থেকে ত্বকে। আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে এলে তবেই।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর