ঢাকা, বুধবার, ২১ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

ইউক্রেনের আশা জাগাচ্ছে কুরস্ক, কিন্তু দোনবাসে দুঃস্বপ্নের আশঙ্কা
অনলাইন ডেস্ক

ইউক্রেনের কুরস্ক আক্রমণ অনেকের মধ্যে আশার আলো জাগিয়েছে। এই অপ্রত্যাশিত আক্রমণ ইউক্রেনীয় সেনাদের মনোবল বাড়াতে সাহায্য করেছে। তবে দোনবাস অঞ্চলে রাশিয়ার আক্রমণ অব্যাহত রয়েছে। পোক্রভস্ক শহরের দিকেও রাশিয়ার অগ্রগতি অব্যাহত। শহরটি একটি কৌশলগত মহাসড়কের পাশে অবস্থিত এবং গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।  

ইতিমধ্যেই রুশ প্রশাসন কুরস্কের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। কারণ এলাকাটিতে ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা রয়েছে।  

অন্যদিকে, কুরস্ক অভিযানকে অনেক রাজনৈতিক নেতা শান্তি আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনকারী হিসেবে বিবেচনা করছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই অভিযান মূলত ইউক্রেনকে একটি বাফার জোন সৃষ্টি করতে সাহায্য করেছে যা রাশিয়ার পরিকল্পিত আক্রমণকে দুর্বল করবে।  

ইউক্রেনের এই বিজয় রাশিয়ার অভ্যন্তরে দুর্বলতার ইঙ্গিত দিয়েছেব মস্কোর প্রভাবিত অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে।  জেলেনস্কির এই বিজয় পশ্চিমা সমর্থনকে পুনরুজ্জীবিত করেছে। তবে এখন পর্যন্ত ইউক্রেনের পূর্ণাঙ্গ সামরিক সহায়তা সীমিত। বিশেষজ্ঞরা মনে করছেন, এই অভিযান রাশিয়ার অভ্যন্তরীণভাবে গভীর ভীতি সৃষ্টি করেছে, বিশেষ করে রাশিয়ার সাধারণ মানুষ এবং প্রাক্তন সোভিয়েত মিত্রদের মধ্যে। বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর