রাশিয়ার কুরস্কে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে ইউক্রেনীয় বাহিনী হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সীমান্ত এলাকাটির রণাঙ্গন থেকে ৫০ কিলোমিটার দূরে বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান।
সরকারি বৈঠকে গতকাল বৃহস্পতিবার পুতিন অভিযোগ করেন, শত্রুরা গত রাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে হামলার চেষ্টা করেছিল। এ বিষয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) অবগত করা হয়েছে।
পুতিনের বৈঠকের খবর দেশটির টেলিভিশনে সম্প্রচার করা হয়। নিজের দাবির পক্ষে পুতিন অবশ্য কোনো প্রমাণ হাজির বা আক্রমণের বিশদ বর্ণনা করেননি। আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি আগামী সপ্তাহে কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা করছেন বলে গতকাল সংস্থাটির এক মুখপাত্র জানান। দীর্ঘ আড়াই বছর ধরে চলা যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন একে অন্যের বিরুদ্ধে পারমাণবিক নিরাপত্তা হুমকির অভিযোগ করে আসছে।
যুদ্ধ শুরুর কিছুদিনের মধ্যে উত্তর ইউক্রেনের পরিত্যক্ত চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্র ও জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ন্ত্রণে নেয় রুশ বাহিনী। তারা এখনো জাপোরিঝিয়া স্থাপনাটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। কুরস্কে ইউক্রেনীয় বাহিনীর আকস্মিক অভিযান শুরুর পর আইএইএ লড়াইরত পক্ষগুলোকে কুরস্কে বিদ্যুৎ কেন্দ্রে সম্ভাব্য পারমাণবিক দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সংযত হওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে পূর্ব ইউক্রেনের দোনেত্স্ক অঞ্চলে আরেকটি গ্রাম নিয়ন্ত্রণের দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ