ঢাকা, বুধবার, ২ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

গাজায় ইসরায়েলের আরও ৩ সেনা নিহত, আহত ১২
অনলাইন ডেস্ক

গাজার প্রতিরোধ যোদ্ধাদের নতুন প্রতিশোধমূলক অভিযানে কমপক্ষে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন। 

কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী একে "প্রধান নিরাপত্তা ঘটনা" হিসাবে বর্ণনা করে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে, প্রচণ্ড লড়াইয়ের মধ্যে পূর্ব গাজা শহরের আল-জেইতুন এলাকায় অভিযান চালানো হয়েছিল।

প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তাদের যোদ্ধারা জেইতুন এলাকার আশেপাশের দক্ষিণে অনুপ্রবেশকারী শত্রু বাহিনীর সাথে মারাত্মক সংঘর্ষে লিপ্ত হয়েছিল।

এর আগে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, পাঁচটি ইসরায়েলি হেলিকপ্টার হতাহতদের বহন করে হাসপাতালে অবতরণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১০ থেকে ১৫ জন ইসরায়েলি সেনাকে স্থানান্তর করা হয়েছে। যাদের মধ্যে অনেকেই গুরুতর আহত। ট্যাঙ্ক-বিরোধী শেল দিয়ে তাদের ওপর আক্রমণ করা হয়েছিল।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার গাজা অভিযানে তাদের মৃতের সংখ্যা হালনাগাদ করেছে। বলেছে, এ পর্যন্ত  ৬৯৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ৬৪৫ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর