ঢাকা, মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

গাজার যুদ্ধ শেষ না করে ইরানের সাথে যুদ্ধে যাওয়া ঠিক নয়: ইসরায়েলি জেনারেল
অনলাইন ডেস্ক

ইসরায়েলের মেজর জেনারেল ইসরায়েল জিভ সতর্ক করে বলেছেন, ইরানের সাথে যুদ্ধে প্রবেশ করার আগে ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজার যুদ্ধ শেষ করতে হবে।

ইসরায়েলের মারিভ নিউজ সাইটে প্রকাশিত এক মন্তব্যে তিনি বলেন, ইরান ইসরায়েলের প্রধান শত্রু হলেও গাজার ফ্রন্টটি সম্পূর্ণভাবে বন্ধ না করে অন্য কোনো ফ্রন্টে যাওয়া উচিত হবে না।

মেজর জেনারেল জিভ বলেন, ‘গত এক বছর ধরে আমরা আমাদের সবচেয়ে ছোট শত্রুকেও পুরোপুরি পরাজিত করতে পারিনি। গাজায় এখনো ২০,০০০ হামাস যোদ্ধা আবার সংগঠিত হচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘ইরানের সাথে মোকাবিলা করতে হবে, তবে এর জন্য একটি সুস্পষ্ট কৌশল প্রয়োজন। আমাদের প্রথমে একটি ফ্রন্ট বন্ধ করতে হবে, তারপর অন্যটি সামলাতে হবে এবং ইরানের বিরুদ্ধে আরও অর্থবহ কৌশল তৈরি করতে হবে।’

জেনারেল জিভ বলেন, ইসরায়েল সকল শত্রুকে একসাথে মোকাবিলা করতে পারবে না, যখন এটি এখনও সবচেয়ে সহজ ফ্রন্টটি বন্ধ করতে সক্ষম হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে গাজার সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধ শেষ করা ইরানের মতো বৃহত্তর এবং শক্তিশালী প্রতিপক্ষের সাথে সম্ভাব্য সংঘর্ষের পূর্বশর্ত হিসেবে দেখা হচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর