ঢাকা, শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

ক্যাপিটল হিলে প্রথম প্রবেশ করা দাঙ্গাকারীকে ৫৩ মাসের কারাদণ্ড
অনলাইন ডেস্ক
মাইকেল স্পার্কস

২০২১ সালে দাঙ্গার সময় যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে প্রথম প্রবেশকারী ব্যক্তিকে ৫৩ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সেই সঙ্গে তাকে দুই হাজার ডলার জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মাইকেল স্পার্কস।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ৪৭ বছর বয়সী স্পার্কস ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলের দাঙ্গাকারীদের মধ্যে প্রথম ভেতরে ঢুকেছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিচারক টিমোথি কেলি তার রায়ে বলেছেন- জনসাধারণের প্রবেশ যেখানে নিয়ন্ত্রিত, সেই জায়গায় ঢুকে নাশকতামূলক কাজ করার জন্য এবং নাগরিক অস্থিরতা তৈরির জন্য স্পার্কসকে ৫৩ মাসের কারাদণ্ড ও দুই হাজার ডলার জরিমানা করা হয়েছে।

ক্যাপিটলের নজরদারি ভিডিওতে দেখা গেছে, স্পার্কস জানালা দিয়ে ঢুকে মেঝেতে লাফিয়ে নামছেন। অন্যরা চিৎকার করে তাকে ঢুকতে মানা করেছিলেন। কিন্তু সিনেটের দরজার পাশের জানালা দিয়ে স্পার্কস বেতরে ঢুকে পড়েন বলে সরকারি আইনজীবী জানিয়েছেন।

এদিকে ক্যাপিটলে ঢুকে স্পার্কস চিৎকার করে বলেছিলেন, এটা আমাদের আমেরিকা। তিনি তখন প্রচণ্ড উত্তেজিত ছিলেন। তার আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘আমরা গৃহযুদ্ধ চাই’।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে দাঙ্গার অভিযোগে এক হাজার ৪৮৮ জনের বিরুদ্ধে অভিয়োগ দায়ের করা হয়েছে। সেদিন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসে হামলা করে।

ততক্ষণে বাইডেনের কাছে ট্রাম্পের হারের খবর চলে এসেছে।

ক্যাপিটলে দাঙ্গার জেরে পাঁচজন নিহত হয়েছিলেন। সহিংসতার সময় একজন পুলিশ অফিসারকে পিটিয়ে হত্যা করা হয়, একজন দাঙ্গাকারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া তাণ্ডবের সময় তিনজন মারা যান। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, বিবিসি

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর