ঢাকা, সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

শত্রুদের জন্য ভয়ংকর আঘাত অপেক্ষা করছে, ইরানের হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক

ইরানের বিমানবাহিনীর কমান্ডার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুদের সম্ভাব্য ভুল গণনাকে চূড়ান্ত সিদ্ধান্তের সাথে মোকাবেলা করা হবে।

আইআরআইএডিএফের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা সাবাহিফারদ বলেছেন, ‘শত্রুরা এটা জানে যে তাদের বিমান বাহিনীর (আমাদের আঘাত) মোকাবিলা করার ক্ষমতা থাকবে না।’ 

এই কমান্ডার আরও বলেছেন, ‘আমরা তাদের গণনায় ভুল করার বিরুদ্ধে বারবার সতর্ক করেছি [দেশের জন্য]। কারণ, এই ধরনের ভুল গণনাগুলোকে ভয়ঙ্কর আঘাতের মুখোমুখি করা হবে।’

জেনারেল আলিরেজা সাবাহিফারদ আরও বলেছে, ‘আমরা আমাদের প্রয়োজনীয় [প্রতিরক্ষামূলক] সরঞ্জামগুলো বিদ্যমান হুমকির ওপর ভিত্তি করে তৈরি করেছি এবং হুমকির আগেও যা কঠোরভাবে মূল্যায়ন করা হয়েছে। তাই প্রয়োজনে আমরা সঠিকভাবে এসব সরঞ্জাম ব্যবহার করতে প্রস্তুত আছি।’

কমান্ডার বলেন, শত্রুরা ভালো করেই জানে যে ইরানের যুদ্ধ সক্ষমতা আগের বছরের তুলনায় অনেক বেড়েছে।

তিনি ইসলামী প্রজাতন্ত্রের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাকে তার অতীতের সরঞ্জামগুলির সাথে গুণমানের দিক থেকে অতুলনীয় বলে মনে করেন এবং সেই সাথে সারা বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সরঞ্জামগুলোর তুলনায় এগুলো "আরও আধুনিক এবং উন্নত" অবস্থায় রয়েছে।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর