ঢাকা, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

সামরিক আদালতে বিচার প্রশ্নে ইমরানের পিটিশন: ১৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানি
অনলাইন ডেস্ক

ইসলামাবাদ হাইকোর্ট পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার সামরিক আদালতে করার বিষয়টি স্পষ্ট করতে। গত বছরের ৯ মে দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর দেশজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দাবি করেছেন, তাকে সামরিক আদালতে বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে।

ইমরান খান আরও অভিযোগ করেছেন, ৯ মের ঘটনায় সামরিক আদালতে তার বিচার নিশ্চিত করতে, সাবেক আইএসআই প্রধান জেনারেল (অব.) ফাইজ হামিদকে রাজসাক্ষী হওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার এ বিষয়ে স্ববিরোধী বক্তব্য দিচ্ছে। একদিকে তারা ইমরান খানের বিচার প্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতা দেখালেও, অন্যদিকে সামরিক বাহিনীর মুখপাত্রও সামরিক আদালতে বিচারের ইঙ্গিত দিয়েছেন।

এই পরিস্থিতিতে ইমরান খান আগে থেকেই আদালতে পিটিশন করেন, যা গতকাল ইসলামাবাদ হাইকোর্টে বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব গ্রহণ করেন। কেন্দ্রীয় সরকারকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

৯ মের সহিংসতার পর সামরিক স্থাপনাগুলোতেও হামলা হয়, যা এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইমরান খানের গ্রেফতারের পর থেকেই এই বিষয়গুলোতে জটিলতা তৈরি হয়েছে। বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর