ঢাকা, বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

মরক্কোতে এমপক্স শনাক্ত
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

মরক্কোর পর্যটন শহর মারাকেশে এক ব্যক্তির শরীরে এমপক্স ভাইরাস পাওয়া গেছে। গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লুএইচও) আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণার পর উত্তর আফ্রিকায় এটিই প্রথম এমপক্স আক্রান্তের ঘটনা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এক বিবৃতিতে বলেছে "আফ্রিকা সিডিসি ২০২৪ সালে উত্তর আফ্রিকায় প্রথম এমপক্স রোগী পাওয়া গেছে বলে মরক্কোর স্বাস্থ্য মন্ত্রণালয় রিপোর্ট করেছে।" এর মাধ্যমে আফ্রিকার অন্তত ১৫টি সদস্য রাষ্ট্রে এমপক্সের রোগী পাওয়া গেল।

আফ্রিকা সিডিসি জানিয়েছে, ৩২ বছর বয়সী ওই রোগী বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। এক বিবৃতিতে জানানো হয়েছে, "মরক্কোর কর্তৃপক্ষ জরুরী কার্যক্রম সক্রিয় করেছে। পাশাপাশি একটি দ্রুত প্রতিক্রিয়া দলও মোতায়েন করেছে। তারা সংক্রান্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।"

মরক্কোর স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে রোগী মারাকেশের একটি বিশেষ চিকিৎসা কেন্দ্রে  চিকিৎসা নিচ্ছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে, উদ্বেগের কোনো কারণ নেই। এ ছাড়া রোগীর সংস্পর্শে আসা কারো শরীরে এখনও এমপক্সের উপসর্গ দেখা যায়নি।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর