ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

এবার হিজবুল্লাহর ওয়্যারলেস রেডিওতে বিস্ফোরণ
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

এবার লেবাননের দক্ষিণে এবং বৈরুতের দক্ষিণ শহরগুলোতে হিজবুল্লাহর ব্যবহৃত ওয়্যারলেস রেডিও বিস্ফোরিত হয়েছে। 

বুধবার এ ঘটনা ঘটেছে। নিরাপত্তা সূত্র ও একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদেন এ দাবি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার হিজবুল্লাহর কেনা পাঁচ হাজার পেজারে (যোগাযোগের ডিভাইস) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ জন নিহত ও তিন হাজারের বেশি আহত হয়। এই পেজারগুলোর ভেতরে বিস্ফোরক রেখে দিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। 

লেবাননের একটি জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র এবং অন্য একটি সূত্র জানিয়েছে, হাতে ধরা রেডিওগুলো হিজবুল্লাহ পাঁচ মাস আগে কিনেছিল। প্রায় একই সময়ে পেজারগুলো কেনা হয়েছিল। মঙ্গলবার পেজার বিস্ফোরণে নিহতদের জানাজার সময় রেডিওগুলো বিস্ফোরিত হয়।

বুধবার হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, “তাদের যোদ্ধারা অন্যান্য দিনের মতো আজও গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। লেবাননে মঙ্গলবারের গণহত্যার ঘটনায় আলাদাভাবে কঠোর প্রতিশোধ নেবে।” সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর