ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

হিজবুল্লাহর বিরুদ্ধে ‘পূর্ণ শক্তি’ নিয়ে যুদ্ধের নির্দেশ নেতানিয়াহুর
অনলাইন ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ‘পূর্ণ শক্তি’ নিয়ে যুদ্ধ করতে নিজ দেশের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার নেতানিয়াহুর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

নেতানিয়াহুর দফতর আরও জানিয়েছে, বুধবার রাতে যুদ্ধবিরতির যে আহ্বান পশ্চিমা মিত্ররা জানিয়েছিল তাতে সাড়া দেননি নেতানিয়াহু।

আন্তর্জাতিক ১২ মিত্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর কার্যালয় বলেছে, যুদ্ধবিরতির খবর সত্য নয়। এটি একটি মার্কিন-ফরাসি প্রস্তাব, যার প্রতি প্রধানমন্ত্রী সাড়া দেননি। এছাড়া লড়াইকে মধ্যম পর্যায়ের করার অনুমিত নির্দেশনার খবরটিও সত্য নয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় আরও বলেছে, “তার কাছে উপস্থাপিত পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী আইডিএফকে (ইসরায়েলি বাহিনী) পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়াও যুদ্ধের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর