ঢাকা, শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৪৬
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররম জেলায় শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে পৌঁছেছে। 

কুররম জেলা প্রশাসন এ তথ্য জানিয়েছে।

কুররম জেলার স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা রজব আলী বলেন, আট দিন আগে সংঘর্ষ শুরু হয়েছে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হয়েছে ৪৬ জন। আহত হয়েছে ৮০ জনেরও বেশি। হতাহতদের মধ্যে শিয়া-সুন্নি উভয় সম্প্রদায়ের লোকজন রয়েছেন। সংঘাত শুরুর পর থেকে রাস্তা-ঘাট, বাজার, স্কুল-কলেজ বন্ধ রয়েছে কুররমে। বিভিন্ন এলাকায় ব্যাপক গোলাগুলি হচ্ছে বলে জানা গেছে।

কুররমের স্থানীয় উপজাতি নেতা মির আফজাল খান তুরি বলেন, দাঙ্গা থামানোর মতো অবস্থা আর এখন আর শিয়া কিংবা সুন্নি— কোনও সম্প্রদায়ের নেতাদের হাতে নেই। দু’পক্ষেই হতাহতের ঘটনা ঘটছে। আমরা এই দাঙ্গা পরিস্থিতি থামানোর জন্য সরকারের সরাসরি হস্তক্ষেপ চাইছি। সূত্র: আনাদোলু এজেন্সি

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর