ঢাকা, রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ইসরায়েলি বোমা বিস্ফোরণে অদ্ভুত রঙের ধোঁয়া সৃষ্টি হওয়ার কারণ কী?
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

গাজা উপত্যকা এবং লেবাননে ইসরায়েল ইউরেনিয়ামসমৃদ্ধ বোমা ব্যবহার করছে বলে জানিয়েছে আল-মায়াদিন টিভি চ্যানেল।

ইউরেনিয়ামযুক্ত বোমার ব্যবহার এবং মানুষের ওপর এর ধ্বংসাত্মক প্রভাব নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে লেবাননের টিভি চ্যানেলটি। 

আল-মায়াদিন টিভির প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ও লেবাননে ইসরায়েলি কিছু বোমা বিস্ফোরণের রং হলদে কমলা। এই রং সাধারণ বোমার বিস্ফোরণকে নির্দেশ করে না। বিস্ফোরণের পর হলুদ ও কমলার মাঝামাঝি রঙের যে ধোঁয়া সৃষ্টি হয়, তা থেকে বোঝা যায় এগুলো আসলে কমমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ বোমা।

প্রতিবেদনে আরও বলা হয়, এ ধরনের বোমা বিস্ফোরণ মানুষের ওপর মারাত্মক প্রভাব ফেলে। ইসরায়েল গাজা যুদ্ধে এ ধরনের বোমা ব্যবহার করেছে। কয়েকদিন আগে লেবাননের বেসামরিকদের ওপরও এ ধরনের বোমা ফেলেছে।

গবেষণায় দেখা গেছে, ইসরায়েলের ব্যবহৃত এই বোমাগুলোর নাম এমকে-৮৪, যার ওজন ২০০০ পাউন্ড বা ৯০৭ কিলোগ্রাম। সূত্র: আনাদোলু এজেন্সি, পার্সটুডে 

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর