ঢাকা, রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

যেভাবে তৈরি হয় নোবেল পুরস্কার পদক
অনলাইন ডেস্ক

অক্টোবর মাস নোবেল পুরস্কারের মাস। চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়নে, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে বিশেষ অবদান রাখা বিজ্ঞানীদের হাতে এই অক্টোবরেই তুলে দেওয়া হয় পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কারটি। পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পদকটি কি দিয়ে তৈরি হয় তা জানার আগ্রহের শেষ নেই মানুষের। 

নোবেল প্রাইজ ডট অর্গ ওয়েবসাইট থেকে জানা যায়, ১৯০১ সালে যখন নোবেল পুরস্কার চালু করা হয়, তখন পদকটি তৈরি করা হত খাঁটি সোনা দিয়ে। কিন্তু ১৯৮০ সাল থেকে পদক তৈরির ধরণে কিছুটা পরিবর্তন আসে। বর্তমানে নোবেল পদকটি মূলত ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি এবং এর ওপর একটি পাতলা স্তরে ২৪ ক্যারেট খাঁটি সোনার প্রলেপ থাকে। এই পদ্ধতিতে পদকটি দেখতে সম্পূর্ণ সোনার মতো হলেও এটি ভিতরে মূলত সোনার একটি সংকর ধাতু।

নোবেল পদকের ওজন সাধারণত ২০০ গ্রাম হয়, তবে তা পরিবর্তিত হতে পারে। পদকটির ব্যাস প্রায় ৬৬ মিলিমিটার। প্রতিটি পদক শিল্পকর্ম হিসেবে তৈরি করা হয়, যার ফলে এর নির্দিষ্ট ওজন এবং আকার সময়ের সাথে সামান্য বদলানো হয়।

নোবেল পদকের ডিজাইন বেশ গুরুত্বপূর্ণ এবং তা বিশেষ দিক নির্দেশনা মেনে তৈরি করা হয়। পদকের একপাশে থাকে নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেলের ছবি, যেখানে তাকে প্রোফাইল ভিউতে দেখা যায়।

পদকের অন্যপাশে, পুরস্কার অনুযায়ী বিভিন্ন নকশা থাকে। যেমন, শান্তিতে নোবেল পুরস্কারের পদকে দুইজন ব্যক্তি করমর্দনরত অবস্থায় থাকে, যা শান্তির প্রতীক।

সোনাকে ইতিহাসের শুরু থেকেই মূল্যবান ধাতু হিসেবে গণ্য করা হয়। এটি ধৈর্যশীলতা, গৌরব ও সাফল্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। নোবেল পুরস্কারের গুরুত্ব এবং মর্যাদাকে তুলে ধরার জন্য সোনা দিয়ে পদক তৈরি করা হয়। এটি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির অর্জনের প্রতি সম্মান জানানো হয়।

পদকটি কেবল একটি ধাতব পদক নয়। এর প্রতীকি মর্যাদা অনেক বেশি। একটি নোবেল পদকের সোনার মূল্য হয়তো কয়েক হাজার ডলার হতে পারে, কিন্তু এর প্রকৃত মূল্য নিরুপণ করা কঠিন। কারণ এটি বিশ্বব্যাপী অনন্য অর্জন ও অবদানের স্বীকৃতি।

বিডি প্রতিদিন/জামশেদ



এই পাতার আরো খবর