ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

২৬০ কি.মি. বেগে এগিয়ে আসছে ‘মিল্টন’, যুক্তরাষ্ট্রে আঘাত হানবে বুধবার রাতেই
অনলাইন ডেস্ক

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিল্টন ক্রমাগত যুক্তরাষ্ট্রের উপকুলের আরও কাছাকাছি চলে এসেছে। ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, টাম্পা থেকে মাত্র ৩০০  মাইল দূরে অবস্থান করছে হ্যারিকেনটি।

বিবিসি ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের তথ্য উল্লেখ করে বলছে, হারিকেন মিল্টন বর্তমানে ফ্লোরিডার টাম্পা শহর থেকে প্রায় ৩০০ মাইল (৪৮৫ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

হ্যারিকেনটি ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ মাইল (২৬০ কিলোমিটার) গতিবেগ নিয়ে এগিয়ে আসছে। এটিকে এখনও ক্যাটাগরি ৫ হারিকেন হিসেবে উল্লেখ করেছে আবহাওয়াবিদরা। এনএইচসি বলছে, হারিকেন মিল্টন বুধবার রাতে (স্থানীয় সময়) ‘অত্যন্ত বিপজ্জনক হারিকেন’ হিসেবে ল্যান্ডফল করতে পারে।

এদিকে ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ সতর্ক করেছে, হ্যারিকেন মিল্টনের বৃষ্টি ও বন্যার পানি মানুষের জীবন-হুমকি সংক্রমণ সৃষ্টি করতে পারে। একটি বিবৃতিতে আক্রান্ত এলাকার বাসিন্দাদের ডায়রিয়া, বমি, পেটে ব্যথা, জ্বর, ঠান্ডা লাগা বা এগুলোর উপসর্গগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর