ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি সতর্ক করে বলেছেন, ইসরায়েলের আক্রমণের জবাবে তেহরান আরও কঠোর প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে পিছপা হবে না। ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।
আব্বাস আরাগছি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে উল্লেখ করেন, ইরানের সাম্প্রতিক মিসাইল হামলা ছিল ‘আন্তর্জাতিক আইনে স্বীকৃত আত্মরক্ষার অধিকার’। তিনি আরও বলেন, ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে যুদ্ধবিরতির জন্য ইরান দীর্ঘ সময় ধরে সংযম দেখিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ট পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল ইরানকে এমনভাবে আঘাত করবে যা হবে মারণাত্মক, নির্ভুল এবং বিস্ময়কর।
বিডিপ্রতিদিন/কবিরুল