ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চাঁদে ন্যাশনাল পার্ক তৈরি করবে যুক্তরাষ্ট্র
ন্যাশনাল পাকের্র নতুন ঠিকানা এবার চাঁদ। অবাক লাগলেও, এই চিন্তাভাবনাকেই বাস্তবায়িত করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই উদ্দেশে ইতিমধ্যেই মার্কিন কংগ্রেসে বিলও আনা হয়েছে। এতে  অ্যাপোলো লুনার ল্যান্ডিং সাইটস ন্যাশনাল হিস্টোরিক্যাল পার্ক তৈরির প্রস্তাব পেশ করা হয়েছে।   বিলে বলা হয়েছে, অ্যাপোলো লুনার প্রোগ্রাম মার্কিন ইতিহাসের শ্রেষ্ঠ কৃতিত্ব। বিভিন্ন বাণিজ্যিক সংস্থা এবং অন্যান্য দেশ এবার চাঁদে যেতে সক্ষম। এই পরিস্থিতিতে অ্যাপোলো লুনার অবতরণস্থলের সংরক্ষণ অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। এই উদ্যোগ গৃহীত হলে অবতরণস্থলের সংরক্ষণ এবং সুরক্ষা সুনিশ্চিত হবে। আবার এর মাধ্যমে আমেরিকার এই কৃতিত্বটি সকলের সম্মতিও পাবে। আরও বলা হয়েছে, বিল পাশ হওয়ার পর, অ্যাপোলো লুনার অবতরণ স্থলে ন্যাশনাল পার্ক ব্যবস্থার একটি ইউনিট স্থাপন করতে হবে।   ১৯৬৯ থেকে ১৯৭২-এর মধ্যে অ্যাপোলো প্রোগ্রামের সঙ্গে যুক্ত মহাকাশযান এবং নভস্চররা চাঁদের যে যে অংশ ছুঁয়ে ছিলেন, সেটিই অ্যাপোলো লুনার অবতরণস্থল হিসেবে চিহ্নিত।


এই পাতার আরো খবর