ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কম্বোডিয়ার নির্বাচন: বিরোধী দলের ফলাফল প্রত্যাখ্যান

কম্বোডিয়ায় পার্লামেন্ট নির্বাচনে  বিরোধী দল কম্বোডিয়ান ন্যাশনাল রেসকিউ পার্টি ব্যাপক অনিয়মের অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছে। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী হুন সেনের দল নির্বাচনের প্রাথমিক ফলাফলে পেয়েছে ৬৮টি আসন। অপরদিকে, বিরোধী দল কম্বোডিয়ান ন্যাশনাল রেসকিউ পার্টির (সিএনআরপি) পেয়েছে ৫৫টি আসন।   এই ফলাফল প্রত্যাখ্যান করে সিএনআরপি আজ এক বিবৃতিতে জানান, সিএনআরপি এই ফল মেনে নেবে না। কারণ সিএনআরপি নির্বাচনে ব্যাপক অনিয়ম খুঁজে পেয়েছে। দলটির অভিযোগ, ভোটার তালিকা থেকে অনেক নাম বাদ দেয়া হয়েছে। নির্বাচনে হাজার হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নি। কারণ অন্য স্থানে তাদের ভোট দিয়ে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, ভোটে ব্যবহৃত কালিটিও সহজেই মুছে ফেলা যায়।



এই পাতার আরো খবর