ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দেশ কঠিন আর্থিক অবস্থার মুখোমুখি: মনমোহন

ক্রমাগত টাকার মান পড়ে যাওয়া উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। টাকার মান নিয়ন্ত্রণ করতে ইউপিএ সরকার কী ব্যবস্থা নিচ্ছে প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চেয়েছে বিরোধীদল। চাপের মুখে আজ শুক্রবার লোকসভায় বিবৃতি দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী টাকার দাম কমে যাওয়ায় দায়ী করেছেন আমেরিকার পরিবর্তিত পরিস্থিতিকে। তিনি আরও বলেন, এটা অস্বীকার করার উপায় নেই, দেশ কঠিন আর্থিক অবস্থার মুখোমুখি। তার একাধিক কারণ আছে। আমি যেমন অভ্যন্তরীন কারণকে এর জন্য অস্বীকার করছি না, তেমনই বেশকিছু আন্তর্জাতিক পরিস্থিকেও এর জন্য দায়ী করতে হবে। দর কমা শুধু টাকার ক্ষেত্রেই হচ্ছে না, অন্য দেশের আর্থিক অবস্থাও একই।

এসময় তিনি আর্থিক অসুখ কাটিয়ে ওঠার সরকারী প্রচেষ্টার খতিয়ান তুলে ধরেছেন।



এই পাতার আরো খবর