ঢাকা, বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

এবার বিড়ালকে নিয়ে লেখার অনুরোধ পেলেন তসলিমা

১৯৯৪ সালে দেশ থেকে বহিষ্কৃত হওয়ার পর কলকাতায় বসবাস করার ইচ্ছা ছিল তসলিমা নাসরিনের। কিন্তু ২০০৭ সালের নভেম্বরে কলকাতা ছাড়তে বাধ্য হন তিনি। কলকাতার লন্ডন স্ট্রিটের বাসায় তসলিমার সঙ্গী ছিল 'মিনু' নামের একটি বিড়াল। কিন্তু ভারত ছাড়ার সময় মিনুকে সঙ্গে নিতে পারেননি তিনি যে কারণে আজও বেদনায় ভারাক্রান্ত হয় তার মন।

এবার এ মিনুকে নিয়ে স্মৃতিচারণ, অনুভূতি, আবেগ ছাপার অক্ষরে সংরক্ষণ করার আগ্রহ দেখিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। শনিবার টুইটারে এ কথা জানিয়েছেন তসলিমা নাসরিন। তার টুইটটি এরকম: Me: ABP asked me to write about cat. Cat: About what? Me: Cat. Cat: Lucky you!

এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে তসলিমা বলেন, আসলে সরাসরি মিনুকে নিয়ে কোনও লেখা চায়নি তারা। বলা হয়, আমি যেন ভিন্ন কিছু নিয়ে লেখালেখি করি। প্রয়োজনে বিড়াল নিয়েও লেখা যেতে পারে। তাই চিন্তা করছি মিনুকে নিয়ে নতুন করে কিছু একটা করা যায় কি না।

তিনি আরও বলেন, ইতোমধ্যে মিনুকে ফ্রেমবন্দী করা হয়েছে। টালিউডের প্রখ্যাত পরিচালক কৌশিক গাংগুলি মিনুকে ঘিরে 'নির্বাসিত' নামক তথ্যচিত্র তৈরি করেছেন।



এই পাতার আরো খবর