ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নাইরোবিতে জোড়া বোমা হামলায় নিহত ১০

কেনিয়ার রাজধানী নাইরোবিতে জোড়া বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, শুক্রবার শহরের এক যাত্রীবাহী বাস লক্ষ্য করে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয় নাইরোবির গিকোম্বা মার্কেটে।

মাওয়ানগি মাইনা নামের এক প্রত্যক্ষদর্শী আল জাজিরা প্রতিনিধিকে জানান, 'বহু লোক আহত হয়েছেন। তবে কত জন মারা গেছে তা আমি বলতে পারবো না।'

কেনিয়ার রেডক্রস জানায়, তাদের পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে হতাহতদের পরিবহনের কাজে যুক্ত হয়েছে। ১০ জনের বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাইরোবির প্রধান সরকারি হাসপাতাল 'কেনিয়াত্তা ন্যাশনাল হসপিটালের' এক মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে জানান, আটটি মৃতদেহ আনা হয়েছে এবং ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে অধিকাংশের অবস্থাই গুরুতর।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠি এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে এ হামলার জন্য আল কায়দার সঙ্গে সম্পৃক্ত জঙ্গি গোষ্ঠি আল সাবাবকে সন্দেহ করা হচ্ছে।



এই পাতার আরো খবর