ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জাতির উদ্দেশ্যে মনমোহনের শেষ ভাষণ
‌\\\'অামার জীবন ও প্রধানমন্ত্রিত্ব নিয়ে লুকানোর কিছু নেই\\\'

নিজের জীবন ও প্রধানমন্ত্রিত্ব নিয়ে গোপন বা লুকানোর কিছু নেই বলে জানিয়েছেন ভারতের বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিং। জাতির উদ্দেশ্যে দেওয়া এক সর্বশেষ ভাষণে তিনি আজ একথা বলেন। সেই সঙ্গে মনমোহন মোদীর নেতৃত্বাধীন নতুন সরকারের সব ধরনের সফলতা কামনা করেছেন।

আজ সকালে প্রথমে হিন্দিতে ও পরে ইংরেজিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মনমোহন বলেন, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে জনগণের দেওয়া রায়কে সবার সম্মান জানানো উচিত।

গত ১০ বছর প্রধানমন্ত্রী থাকাকালে দেশকে সেরা সেবা দেওয়ার চেষ্টা করেছেন বলেও সিং তার ভাষণে বলেন। মনমোহন আরো বলেন, গত ১০ বছরে ভারতের অনেক সফলতা ও অর্জন রয়েছে যেগুলো নিয়ে আমাদের গর্ব বোধ করা উচিত।

উল্লেখ্য, আজ দুপুরে মনমোহন তার মন্ত্রিসভার শেষ বৈঠক করবেন। এর পর তিনি রাষ্ট্রপতি ভবনে যাবেন। সেখানে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে পদত্যাগপত্র জমা দিবেন তিনি।

আজ সন্ধ্যায় প্রণব মুখার্জি বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তার মন্ত্রিসভার সদস্যদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করবেন। এর মধ্য দিয়েই মূলত মনমোহন সিংয়ের দীর্ঘ ১০ বছরের প্রধানমন্ত্রিত্বের ইতি ঘটবে।



এই পাতার আরো খবর