ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

লিবিয়ায় সশস্ত্র সংঘর্ষে নিহত ২৪

লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে শুক্রবার দুই সশস্ত্র দলের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। সরকারি বাহিনী এই সংঘর্ষে জড়িয়ে পড়েছে। সংঘর্ষের কারণে বেনগাজির প্রধান বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। লিবিয়ার সেনাবাহিনীর সাবেক কর্নেল খালিফা হাফতারের নেতৃত্বে সেনাবাহিনী 'রাফাল্লাহ আস-সাহাতি' এবং '১৭ ফেব্রুয়ারি' নামের দুটি গোষ্ঠীর ঘাঁটি অবরোধ করেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সংঘর্ষে হেলিকপ্টার ও যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে।

রাজধানী ত্রিপোলিতে এক সংবাদ সম্মেলনে এ হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী আবদুল্লাহ। একে তিনি অবৈধ এবং অভ্যুত্থানের চেষ্টা বলে অভিহিত করেন। তিনি বলেন, “বেনগাজিতে কোনো সশস্ত্র গোষ্ঠী ঢোকার চেষ্টা করলে তা ঠেকানোর নির্দেশ দিয়েছে ত্রিপোলি সরকার।”

কোনো সশস্ত্র গোষ্ঠীর আইনগত বৈধতা নেই বলেও জানান তিনি। এ ছাড়া, বিমান বাহিনী যে বোমা বর্ষণ করেছে তাও অবৈধভাবে করা হয়েছে এবং ত্রিপোলি সরকার এ ধরনের কোনো নির্দেশ দেয় নি বলে প্রধানমন্ত্রী জানান।

২০১১ সালে গণঅভ্যুত্থান শুরুর পর কর্নেল গাদ্দাফির সেনাদল ত্যাগ করে বিদ্রোহী বাহিনীর দায়িত্ব নিয়েছেন হাফতার। বর্তমানে ন্যাশনাল আর্মি নামের একটি গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন তিনি।



এই পাতার আরো খবর