ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মোদিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ

১৬তম লোকসভা নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিজেপি নেতা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি মোদীকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণও জানান। যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক আরো শক্তিশালী করার লক্ষ্যে শুক্রবার ফোনে মোদিকে এ আমন্ত্রণ জানান তিনি। মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোটের এ জয়ের ফলে তার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের গত ৯ বছরের ভিসা নিষেধাজ্ঞার অবসান ঘটতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের তরফে ইতোমধ্যে বলা হয়েছে যে, মোদী প্রধানমন্ত্রী হলে তিনি অটো মার্কিন কূটনৈতিক ভিসার জন্য যোগ্য বিবেচিত হবেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, “ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয়ে দলটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানানোর জন্য ফোন করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।” বিবৃতিতে অারো বলা হয়, “ওয়াশিংটন-নয়া দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য নরেন্দ্র মোদিকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানান ওবামা।” এছাড়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও মোদিকে অভিনন্দন জানিয়েছেন।



এই পাতার আরো খবর