ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আকস্মিক সফরে মিশরে জন কেরি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক আকস্মিক সফরে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন। সফরে তিনি দেশটির নতুন রাষ্ট্রপতি  সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠক করবেন। খবর আলজাজিরার

এদিকে কেরির মিশরে পৌঁছানোর পর পরই আন্তর্জাতিক একটি গণমাধ্যম মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্ধৃতি দিয়ে জানায়, ইতোমধ্যেই মিশরের জন্য যুক্তরাষ্ট্র ৫৭২ মিলিয়ন ডলারের সাহায্য অনুমোদন করেছে।

জন কেরির এই সফরের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যপ্রাচ্যের এ দেশটির নতুন করে সম্পর্ক স্থাপনের সূচনা হবে বলে মনে করা হচ্ছে। দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের প্রেক্ষাপটে দু'দেশের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটেছিল।



এই পাতার আরো খবর