ঢাকা, রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

আইএসআইএল কোনো ধর্মের প্রতিনিধিত্ব করে না: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল কোনো ধর্মের প্রতিনিধি হতে পারে না। এ সন্ত্রাসী গোষ্ঠী একজন মার্কিন নাগরিককে গলা কেটে হত্যা করে তার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার পর ওবামা এ মন্তব্য করেছেন।

ওই ভিডিওতে মার্কিন সাংবাদিক জিম ফোলির গলায় ছুরি চালনাকারী মুখোশধারী সন্ত্রাসী ঘোষণা করে, আইএসআইএলের অবস্থানে বিমান হামলা চালিয়ে মার্কিন সরকার গোটা 'মুসলিম উম্মাহ'র বিরুদ্ধে হামলা চালিয়েছে।

প্রেসিডেন্ট ওবামা এ সম্পর্কে বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেন, “আইএসআইএল কোনো ধর্মের জন্য কাজ করে না। গতকাল তারা যা করেছে বা প্রতিদিন তারা যা করছে তা কোনো ন্যায়পরায়ণ সৃষ্টিকর্তা সমর্থন করতে পারেন না। কোনো ধর্মই নিরপরাধ মানুষকে হত্যার শিক্ষা দেয়নি।”

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, “জিম ফোলির নৃশংস হত্যাকাণ্ডে গোটা বিশ্ব হতভম্ব হয়েছে।” এ হত্যাকাণ্ডের ‘বিচার’ করার জন্য প্রয়োজনীয় সবকিছু করার প্রতিশ্রুতি দেন ওবামা।  



এই পাতার আরো খবর