ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলা চলছেই

ইসলামিক স্টেট’র (আইএস) সদস্যদের হুমকি সত্ত্বেও বৃহস্পতিবার উত্তর ইরাকে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

এর আগে এক মার্কিন সাংবাদিককে শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে আইএস। সংগঠনটির পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে দেশটির আরেক সাংবাদিককে একইভাবে হত্যা করা হবে।

মসুলের কাছে আইএস সদস্যদের বিরুদ্ধে লড়াইয়ে কুর্দি ও ইরাকি বাহিনীর সহযোগিতায় মার্কিন জাহাজ থেকে যুদ্ধবিমান এবং ড্রোন হামলা চালানো হয়।

কুর্দি বাহিনী জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম পর্বতাঞ্চলে বৃহস্পতিবার বিমান হামলা চালানো হয়েছে। হামলায় আইএস’র ব্যবহৃত বেশ কয়েকটি যান ও অন্যান্য লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।



এই পাতার আরো খবর