ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ঢাকায় ভারত-বাংলাদেশ গৃহসচিব পর্যায়ের বৈঠক ২ সেপ্টেম্বর

সন্ত্রাস দমনে সহযোগিতা, বাংলাদেশের মাটি থেকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ঘাঁটি নির্মুল করা, চোরাকারবার, অবৈধ অনুপ্রবেশসহ একাধিক বিষয় নিয়ে আগামী ২ সেপ্টেম্বর থেকে ঢাকায় অনুষ্ঠিত হতে চলেছে ভারত-বাংলাদেশ গৃহ সচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক। তিনদিনের এই বৈঠক চলবে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত। এই বৈঠকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন সেদেশের গৃহসচিব অনিল গোস্বামী। অন্যদিকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন সেদেশের গৃহসচিব মোজাম্মেল হক খান। এছাড়াও উপস্থিত থাকবেন দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রালয়ের শীর্ষ কর্মকর্তারা।

তবে এই আলোচনার বাইরেও বাংলাদেশের কারাগারে বন্দী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (আলফা) নেতা অনুপ চেতিয়া এবং ভারতের কলকাতার কারাগারে বন্দী নূর হোসেনকে হস্তান্তরের বিষয়টি নিয়েও কথা হবে বলে গতকাল মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রালয় সূত্রে জানা গেছে। দুই দেশের এই সচিব পর্যায়ের বৈঠককে কেন্দ্র করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রালয়ে ব্যপাক তৎপরতা শুরু হয়েছে।  



এই পাতার আরো খবর