ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নিউজিল্যান্ডে দুর্ঘটনায় বিমান বিধ্বস্ত, আরোহীরা অক্ষত

নিউজিল্যান্ডের লেক তাউপোতে আজ বুধবার প্যারাস্যুটারদের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটির ১৩ আরোহীর সকলে অক্ষত রয়েছেন।

দেশটির সংবাদ মাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, উড্ডয়নের পরপরই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চালকসহ সকল প্যারাস্যুটার নিরাপদেই বিমান থেকে নেমে যেতে সক্ষম হয়েছে। বিমানটিতে ১৩ জন আরোহী ছিল। প্যারাস্যুটারদের নিয়ে বিমানটি দ্বীপের মধ্যাঞ্চলের লেক তাউপোর ওপর দিয়ে যাচ্ছিল। বিমান থেকে প্যারাস্যুটারদের স্কাইডাইভ করার কথা ছিল। সকলেই প্যারাস্যুটে করে নিচে নেমে আসেন। সবাই নামার পর শেষ মুহূর্তে চালক প্যারাস্যুটের মাধ্যমে বিমান থেকে নিচে লাফিয়ে পড়েন।

বেসামরিক বিমান কর্তৃপক্ষের মুখপাত্র মাইক রিচার্ডস বলেন, এটি একটা অলৌকিক ঘটনা যে বিমানের কেউই মারা যাননি।

বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি, ২০১৫/ রশিদা



এই পাতার আরো খবর