ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যুক্তরাষ্ট্রের নো-ফ্লাই জোন অনুরোধে ভারতের \\\'না\\\'

ভারতের প্রজাতন্ত্র দিবসে ওবামার নিরাপত্তা নিয়ে বিপাকে রয়েছে দেশটির সরকার। ২৬ জানুয়ারির ওই দিবসে কুচকাওয়াজে প্রধান অতিথি থাকবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।  তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ভারত সরকারকে অনুরোধ করেছিল রাজ পথকে নো-ফ্লাই জোন করার। অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের ওই প্রদর্শনীতে সেখানকার আকাশে কোনও বিমান উড়বে না। কিন্তু সেটি যে সম্ভব নয়, তা  যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছে ভারত। প্রজাতন্ত্র দিবসের ঐতিহ্যের সঙ্গে আপোষ করতে রাজি নয় নয়াদিল্লি।

তবে রাজথের ওপর দিয়ে সাধারণত বিমান ওড়ার অনুমতি থাকে না। কোন বেসামরিক বিমান সংস্থার বিমান রাজপথ ও রাষ্ট্রপতি ভবনের ওপর দিয়ে যেতে পারে না। এর আগে মার্কিন নিরাপত্তা সার্ভিসের পক্ষ থেকে ওবামার সফরের তিন দিন দিল্লি-আগ্রা হাইওয়ে বন্ধ রাখার জন্য বলা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে কোনরকম ফাঁক রাখতে রাজি নয় কোন দেশই। জানুয়ারির ২৫ থেকে ২৭ তারিখ ভারতে থাকবেন প্রেসিডেন্ট ওবামা।

বিডি-প্রতিদিন/ ১৮ জানুয়ারি,২০১৫/ রোকেয়া।  



এই পাতার আরো খবর