ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইয়েমেনে হুতিদের হামলায় ৩ সৌদি কর্মকর্তা নিহত

সৌদি আরবের সীমান্তে ইয়েমেনের শিয়া হুতি বিদ্রোহীদের ছোড়া মর্টারের আঘাতে সৌদির তিন সরকারি কর্মকর্তা নিহত ও দুইজন আহত হয়েছেন। 

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার এ কথা জানানো হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে,  শুক্রবার নাজরান প্রদেশে ওই হতাহতের ঘটনা ঘটে। 

এর জবাবে সৌদির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি ছুড়েছে বলেও জানানো হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইয়েমেনে চালানো সৌদি নেতৃত্বাধীন  বিমান হামলায় এ পর্যন্ত ৫০০ হুতি যোদ্ধা নিহত হয়েছে।

ইয়েমেনের এডেনে হুথি বিদ্রোহী ও দেশটির পলাতক প্রেসিডেন্ট আবদ-রব্বু মনসুর হাদির সমর্থক যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। 

এ সংঘর্ষে গত শনিবার বেশ কয়েকজন যোদ্ধা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বার্তা সংস্থা এপি জানিয়েছে, এ দিন অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

এডেনে সংঘর্ষ চলার কারণে মানবিক পরিস্থিতি আরও প্রকট হয়ে উঠেছে বলে জানিয়েছে ইউনিসেফ।

অন্যদিকে , দেশটির রাজধানী সানা ও এর আশপাশে বিমান হামলা অব্যাহত রেখেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল,২০১৫/নাবিল



এই পাতার আরো খবর