ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মার্কিন কংগ্রেসের সামনে আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনের সামনে শনিবার সন্ধ্যায় নিজ শরীরে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে হয়তো তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে। খবর রয়টার্সের।

কংগ্রেস ভবনের দায়িত্বে নিয়োজিত পুলিশ প্রধান কিম দাইন জানান, একটি স্যুটকেস হাতে কালো পোশাক পরিহিত এক ব্যক্তি শনিবার সন্ধ্যায় ওয়াশিংটনে অবস্থিত কংগ্রেস ভবনের সামনে আসেন। এক পর্যায়ে গুলি করে আত্মহত্যা করেন তিনি। এ ঘটনার প্রেক্ষিতে প্রায় দুই ঘণ্টা কংগ্রেস ভবনের আশপাশে জনগণের চলাচল নিষিদ্ধ ছিল।

এই মুহুর্তে কংগ্রেস অধিবেশন বন্ধ থাকায় ওই ভবনে কোনো সিনেটর বা সাংসদরা ছিলেন না। তবে সিনেটররা না থাকলেও বার্ষিক চেরিব্লুসম উৎসবকে কেন্দ্র করে অসংখ্য পর্যটক সেখানে অবস্থান করছেন।

বিডি-প্রতিদিন/১২ এপ্রিল ২০১৫/শরীফ



এই পাতার আরো খবর