ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

তেহরানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির

ইয়েমেনে চলমান বিমান হামলা বন্ধ করে দেশটির বিবদমান গ্রুপগুলোর মধ্যে আলোচনার যে প্রস্তাব তেহরান দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। একই সঙ্গে ইয়েমেনে তেহরানের হস্তক্ষেপ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল ফয়সাল।

রবিবার রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফরাসী পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফাবিয়াস।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরান কীভাবে আমাদের বিমান হামলা বন্ধের আহ্বান জানাতে পারে? আমরা ইয়েমেনের বৈধ সরকারকে ক্ষমতায় বসাতে সহায়তা করছি। ইয়েমেনের ব্যাপারে ইরানকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি।’

এর আগে বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলাকে ‘অপরাধ ও গণহত্যা’ হিসেবে উল্লেখ করেন। এ ছাড়া দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি যুদ্ধবিরতির আহ্বান জানান। সেইসঙ্গে দেশটির বিভিন্ন গ্রুপের মধ্যে আলোচনার আহ্বান জানান।

প্রসঙ্গত, ইয়েমেনের শিয়াপন্থী হোথি বিদ্রোহীদের ঠেকাতে দুই সপ্তাহ আগে সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো বিমান হামলা শুরু করে।

বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৫/মাহবুব



এই পাতার আরো খবর