ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ক্যাপ্টেন ও ক্রু গ্রেফতার

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ওই নৌযানের ক্যাপ্টেন ও একজন ক্রুকে গ্রেফতার করা হয়েছে। মানবপাচারে জড়িত থাকার সন্দেহে গতকাল সোমবার ওই দুজনকে গ্রেফতার করা হয়। ইতালি কর্তৃপক্ষের বরাতে আজ মঙ্গলবার গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এদিকে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীরা সোমবার লুক্সেমবার্গে এক জরুরি বৈঠক করেন। এতে অভিবাসী সংকট লাঘবে ১০ দফার একটি কর্মপরিকল্পনা পেশ করা হয়। মন্ত্রীরা সংস্থার সহায়তা কার্যক্রম বৃদ্ধি ও পাচারকারীদের ধরার মাধ্যমে অভিবাসীদের প্রাণহানি বন্ধের প্রচেষ্টা জোরদারের অঙ্গীকার করেন। লিবিয়া থেকে ইউরোপগামী ৭০ ফুট লম্বা মাছ ধরার নৌযানটি গত রবিবার মধ্যরাতে ভূমধ্যসাগরে ডুবে যায়। এতে প্রায় এক হাজার আরোহী ছিলেন বলে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান। আরোহীদের মধ্যে মাত্র ২৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। অন্যদিকে গ্রেফতার হওয়া ক্যাপ্টেন তিউনিসিয়ার এবং ক্রু সিরিয়ার অধিবাসী বলে জানিয়েছেন ইতালি কর্মকর্তারা।

প্রসঙ্গত, জীবিকার তাগিদে গত কয়েক দশক ধরেই অভিবাসীরা ভূমধ্যসাগর দিয়ে এভাবে বিপজ্জনকভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করছে।

বিডি-প্রতিদিন/ ২১ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।



এই পাতার আরো খবর