ঢাকা, রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ইয়েমেনে বিমান হামলা বন্ধের ঘোষণা

ইয়েমেনে শিয়াপন্থি হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে চালান বিমান হামলার সমাপ্তি ঘোষনা করেছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট।

এ সম্পর্কে জোটের এক মুখপাত্র জানিয়েছেন, ‘সামরিক লক্ষ্য অর্জিত’ হওয়ায় তারা এ অভিযান বন্ধ করেছে।

সৌদি জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল আসিরি মঙ্গলবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে ‘অপারেশন ডিসিসিভ স্টর্ম’ অভিযানের সমাপ্তি ঘোষনা করেন। এ সময় তিনি বলেন, ইয়েমেন সরকার এবং প্রেসিডেন্ট মানসুর হাদির অনুরোধে তারা বিমান হামলা বন্ধ করেছেন।

এদিকে সৌদি জোটের ইয়েমেনে বিমান হামলা বন্ধের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়েহ আফখাম এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা শুরু থেকেই বলে এসেছি যে, সামরিকভাবে ইয়েমন সঙ্কটের সমাধান করা সম্ভব নয়। কিন্তু বিমান হামলার মাধ্যমে তারা (সৌদি নেতৃত্বাধীন জোট) অনর্থক কিছু নিরীহ মানুষকে হত্যা করল।’

এদিকে বুধবার সকালে ইয়েমেনের প্রেসিডেন্ট মানসুর হাদি রিহাদে এক টেলিভিশন ভাষণে বিমান হামলার জন্য দেশবাসীর পক্ষ থেকে সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন।

বিডি-প্রতিদিন/ ২২ এপ্রিল ১৫/ সালাহ উদ্দীন  

 



এই পাতার আরো খবর