ঢাকা, রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

এবার জমি বিলের বিরোধিতায় কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল আগে থেকেই সরকারের নানা ইস্যুতে সরকারের সমালোচনায় মুখর হয়েছেন। এবার নতুন করে জমি অধিগ্রহণ বিলের বিরোধিতায় নেমেছেন তিনি। যন্তর মন্তরে আজ বুধবার আপের কর্মসূচিতে বক্তব্য রাখবেন কেজরিওয়াল।

সম্প্রতি অজ্ঞাতবাস কাটিয়ে কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী এই 'জমি' বিল নিয়ে মোদি সরকারকে খোঁচা মেরেছিলেন। এবার একই অস্ত্রে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়াবেন দিল্লির 'মাফলার ম্যান' খ্যাত অরবিন্দ কেজরিওয়াল। এর আগে 'জমি' বিল নিয়ে পথে নেমেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় জমি বিলের বিরোধিতায় মিছিল করেছে বাম দলগুলোও।

এএপি'র পক্ষ থেকে জানানো হয়েছে, ওড়িশা, পাঞ্জাব, উত্তর প্রদেশ, গুজরাট, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং রাজস্থান থেকে কৃষকরা যোগ দেবেন এই কর্মসূচিতে। এরপর যন্তরমন্তর থেকে সংসদ পর্যন্ত কৃষকদের নিয়ে মিছিল করবেন এএপি নেতারা। মিছিলে হাঁটবেন অরবিন্দ কেজরিওয়ালও। জি নিউজ।

বিডি-প্রতিদিন/ ২২ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।  



এই পাতার আরো খবর