ঢাকা, রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

\\\'দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চাই আমি\\\'

দেশে ফিরে বিচার ব্যবস্থার মুখোমুখি হতে চান কলকাতায় ধৃত নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান অভিযুক্ত নূর হোসেন। আজ বুধবার নূরকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা আদালতে তোলা হলে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নূর বলেন ‘আমাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আমার বির’দ্ধে চক্রান্ত হচ্ছে। আমার বির’দ্ধে ছয় কোটি র’পির যে রফা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল তাও মিথ্যে প্রমাণিত হয়েছে কারণ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করে তেমন কিছু পাওয়া যায়নি। তাই আমি দেশে ফিরে আদালতের মুখোমুখি হয়ে সব কিছু জানাতে চাই। কিন্তু ভারতে থাকার কারণে তা সম্ভব হচ্ছে না।’

বিভিন্ন পত্র-পত্রিকার খবর অনুযায়ী অতি শিগগিরই বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকার নূরকে বাংলাদেশের হাতে তুলে দিতে পারে এ বিষয়ে নূর বলেন ‘এ ব্যাপারে আমার কাছে কোনো খবর নেই তবে সেটা তো খুবই ভালো কথা, আমি আমার দেশেই ফিরে যেতে চাই।’ সাত খুনের ঘটনায় বাংলাদেশে তার বিরুদ্ধে চার্জ গঠন সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে নূর বলেন ‌'আমি শুনেছি যে আমার বির’দ্ধে চার্জ গঠন হয়েছে। কিন্তু আমি পুরো বিষয়টি না জেনে এ ব্যাপারে কোনো মন্তব্য করবো না।;'

গত বছরের ১৪ জুন কলকাতার কৈখালী এলাকার একটি জায়গা থেকে নূরকে গ্রেফতার করা হয়। এরপর প্রায় এক বছর হতে চলল দমদমের কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন নূর হোসেন। কারাগারের জীবনসম্পর্কিত প্রশ্নের উত্তরে তিনি বলেন 'এটা আর নতুন করে কি বলবো, আপনারা তো সবই জানেন।' একসময় দুঃখ প্রকাশ করে তিনি বলেন 'এই এক বছর আমি পরিবার ছাড়া আছি। আমি গ্রেফতার হওয়ায় গত বছর আমার মেয়েটা এসএসসি পরীক্ষায় বসতে পারেনি। আমার ছোট ছেলেটার মুখটাও বারে বারে ভেসে ওঠে।  বউয়ের সঙ্গেও কোনো যোগাযোগ নেই। এমন অবস্থায় কেমনে ভালো থাকতে পারি আপনারাই বলেন?'

এদিকে, আজ নূর এবং এই মামলায় অন্য দুই অভিযুক্ত ওয়াহিদুরজ্জামান সেলিম ও খান সুমনের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে আদালতে অনুপস্থিত ছিলেন খান সুমন। স্বাভাবিকভাবেই আদালতের প্রথম অতিরিক্ত জেলা দায়রা জজ প্রবীর কুমার মিশ্র আগামী ২২ জুলাই ওই তিন অভিযুক্তকেই আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনের অপহরণ ও খুনের ঘটনায় প্রধান আসামী নূর হোসেনসহ ওই তিন জনকে গত বছরের ১৪ জুন রাতে কলকাতার কৈখালি এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গের বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ পুলিশ বাহিনী।

বিডি-প্রতিদিন/ ২২ এপ্রিল ২০১৫/শরীফ



এই পাতার আরো খবর