ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে কনজারভেটিভ পার্টি

ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্টতার পথে দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টি। সর্বশেষ খবর অনুযায়ী, বিট্রিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে ৬৩৬টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কনজার্ভেটিভ পার্টি পেয়েছে ৩২০টি আসন। যা গতবারের তুলনায় ২২টি আসন বেশি। এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য ক্যামেরনের ৩২৬ আসন। এজন্য দরকার আর মাত্র ০৫টি আসন।

অন্যদিকে, দেশটির দ্বিতীয় বৃহত্তম দল লেবার পার্টি পেয়েছে ২২৮টি আসন। যা গতবারের তুলনায় ২৬টি আসন কম। এরপরের অবস্থানে রয়েছে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি)। তৃতীয় স্থানে থাকা এখন পর্যন্ত এই দলটি পেয়েছে ৫৬টি আসন। এছাড়া দেশটির লিবারেল ডেমোক্র্যাট পার্টি পেয়েছে ৮টি আসন।

এরআগে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টায়) ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়ালস ও উত্তর আয়ারল্যান্ডের ৫০ হাজার ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। যা স্থানীয় সময় রাত ১০টা (বাংলাদেশ সময় রাত ৩টা) পর্যন্ত একটানা চলে।

বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৫/মাহবুব



এই পাতার আরো খবর